১. সরকারের নির্দেশ অনুযায়ী আদমশুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারীসহ বিভিন্ন জরিপ পরিচালনা করা।
২. খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে পরিবারসমুহের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন।
৩. মহিলাদের অবস্থান সম্পর্কিত জরিপ পরিচালনা করা।
৪. MICS জরিপের মাধ্যম শিশু মৃত্যু হার, বিবাহ বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাষণ, শিক্ষা স্বাস্থ সংক্রান্ত তথ্য সংগ্রহ।
৫. উপজেলার আয়তন ও শষ্য উৎপাদন জরিপ।
৬. বাজার দর তথ্য সংগ্রহ করা।
৭. MSVS এর আওতায় ১০টি জরিপ পরিচালনা করা হয়।
৮. ধান, গম, আলুসহ ৬টি প্রধান ফসলসহ ১১৪টি ফসলের কৃষি তথ্য সংগ্রহ(২৫টি দাগগুচ্ছ)
৯. ধান, গম, আলুসহ ৬টি প্রধান ফসলসহ ফসল কর্তনের ফলাফলের মাধ্যমে উপজেলার আয়তন ও উৎপাদন জরিপ।
১০. উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের আয় ব্যয়ের বাজেট সংগ্রহ করা।
১১. আউশ, আমন, বোরো, পাট ও ভুট্টা ফসলের পূর্বাষাস তথ্য সংগ্রহ করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS